গাজীপুরের শ্রীপুরে দুই ডাকাত গ্রেফতার

0
1620
Print Friendly, PDF & Email

মোশারফ হোসাইন তযু, নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে একাধিক ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো হাসান (৩০) ও শফিকুল ইসলাম (৪০)। আবুল হাসান সুনামগঞ্জের জয়ধর আলীর ছেলে ও শফিকুল ইসলাম ময়মনসিংহের পাগলা থানার বেলদিয়া গ্রামের মৃত আ: মজিদের ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম মোল্লা গাজীপুর প্রতিদিনকে জানান, বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত হাসানকে শ্রীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে শফিকুল ইসলামকে গফরগাওঁয়ের পাগলা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে শ্রীপুর, কাপাসিয়াসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলেও জানান তিনি।

 

শেয়ার করুন