গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে নেশার টাকার জন্য পিতা তার নিজ পুত্র সন্তানকে বিক্রি করার ঘটনা ঘটেছে। ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার শ্রীপুর থানা পুলিশ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাষ্টারবাড়ী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার এবং তার পালিত বাবা-মাকে আটক করে আদালতে সোপর্দ করেছে।
জানা গেছে, উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র মো: সারোয়ার হোসেন সজিবের সঙ্গে ৩ বছর আগে পার্শ্ববর্তী সিংগারদিঘী কাওরান বাজার গ্রামের মোছলেম উদ্দিনের মেয়ে মাছুমা আক্তারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একজন পুত্র সন্তান জন্ম নেয়। পুত্র সন্তানের বয়স ১ মাস ১৮ দিনের মাথায় নেশাগ্রস্থ পিতা-ভালুকার মজিবুর রহমানের কাছে খোলা ষ্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে ২৮ হাজার টাকার বিনিময়ে শিশু সন্তানকে বিক্রি করে দেন। বিক্রিত শিশুর পালিত পিতা মজিবুর রহমান তার নাম রাখেন আলিফ। পরে প্রায় ৬ মাস যাবৎ লালন পালন করা অবস্থায় শিশুর গর্ভধারীনি মাতা শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে শ্রীপুর থানার এস.আই কায়সার আহম্মেদ ময়মনসিংহের ভালুকার স্কয়ারমাষ্টার বাড়ি থেকে শিশুর পালিত পিতা মাতা ও জন্মদাতা পিতাসহ ৩ জনকে আটক করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) কায়সার আহম্মেদ জানান, আটককৃত পিতা-মাতা ও উদ্ধারকৃত শিশুকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।