কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টালাবহ এলাকা থেকে মঙ্গলবার দুপুরে চেক জালিয়াতি মামলায় ৬ মাসের দন্ডপ্রাপ্ত আসামী আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
আটকৃত আঃ জলিল (৫০) উপজেলার টালাবহ এলাকার মৃতঃ কলিম উদ্দিনের ছেলে। উপজেলার সুত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আঃ হাকিম জানান, একই উপজেলার কাঞ্চনপুর এলাকার মোবারক হোসেনকে ২০১৪ সালে আঃ জলিল ৩ লাখ টাকার চেক প্রদান করে। দীর্ঘ্যদিন হয়ে গেলেও চেকের টাকার পরিশোধ না করায় মোবারক আদালতে মামলা (সিআর-২০৩/১৬) দায়ের করেন। মামলায় আদালত স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে আঃ জলিলকে ৬ মাসের কারাদন্ড এবং ৬ লাখ টাকা জরিমানা করে।
কালিয়াকৈর থানায় মামলার প্রেক্ষিতে গ্রেফতারী পরোয়ানা পেয়ে গোপন সংবাদের পুলিশ মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করে।