কালিয়াকৈরে চোলাইমদসহ দুই নারীকে আটকের পর দুই বছরের কারাদন্ড

0
1529
Print Friendly, PDF & Email

কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর থেকে ১৪০ লিটার চোলাইমদসহ দুই নারী ব্যবসায়িকে আটকের পর দুই বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

গত রোববার দুপুরে কালিয়াকৈর উপজেলার যোগীরচালা কোচপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক বিরোধী টাস্কফোর্স তাদের আটক করে।
দন্ডপ্রাপ্তরা হলেন- স্থানীয় বিশু বর্মনের স্ত্রী শ্যামলী (৪৫) ও কৃষ্ণ চন্দ্র বর্মনের স্ত্রী রীতা রাণী বর্মন (২৬)।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রাহেনুল ইসলাম জানান, দুপুর ১২ টার দিকে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী টাস্কফোর্স কোচপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে শ্যামলীকে ৮০ লিটার এবং রীতা রাণী বর্মনকে ৬০ লিটার চোলাইমদসহ হাতে নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই দুই নারীর প্রত্যেককে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

শেয়ার করুন