কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বার্ষিক কমিউনিটি পুলিশ ডে পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টা দিকে সালনা (কানাবাড়ি) হাইওয়ে থানার উদ্যোগে চন্দ্রা ত্রিমোড় এলাকায় আলোচনা, মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
বার্ষিক কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি র্যালি বের করা হয়। র্যালিটি চন্দ্রা মোড় থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহসড়ক প্রাদক্ষিণ করে। পরে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকারের সভাপতিত্বে চন্দ্রা মোড়ে কাজলী ফিলিং স্টেশনের দ্বিতীয় তলায় আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর অঞ্চলের হাইওয়ে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস.এম বদরুল আলম (পিপিএম)। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর কাজী সাইদুর রহমান, কমিউনিটি পুলিমের সভাপতি মো. লাকি প্রমুখ।