গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের বিশেষ অভিযানে আটক ২৪ নারী-পুরুষ

0
3269
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন নারী ও ১২ জন পুরুষকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা ও নলজানী এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জয়দেবপুর থানাধীন ভোগড়া ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, দুপুর ১২টা থেকে একযোগে রাজমনি, শাপলা, এশিয়া, রোজ গার্ডেন ও প্যারেড আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১২ নারী ও ১২ পুরুষকে আটক করা হয়।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যায় বলে জানান তিনি।

শেয়ার করুন