গাজীপুরে জিহাদী বই, পেট্রোল বোমা ও ককটেলসহ ৩ জামায়াত নেতা আটক

0
1872
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বিশেষ অভিযান চালিয়ে ১১ পেট্রোল বোমা, ৫ টি ককটেল ও জিহাদীবইসহ গাজীপুর ও ফরিদপুর জামায়াতে ইসলামীর ৩ নেতাকে আটক করেছে।

রবিবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর- রশীদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটকরা হলেন- গাজীপুর মহানগর জামায়ায়তের সেক্রেটারি মুহাম্মদ হোসেন আলী (৪০), ফরিদপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বদরুদ্দীন (৫০) ও ফরিদপুর সিটি কলেজ শাখা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ওয়াহাব আলী (৪২)।

পুলিশ সুপার মো: হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠ সংলগ্ন টেম্পুস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই তিন নেতাকে আটক করা হয়। আটককৃতরা নাশকতামূলক কর্মকান্ড সংঘটিত করার লক্ষ্যে জনসাধারণের জীবন ও সম্পতির ক্ষতিসাধন করাসহ তাদের লোকবল বৃদ্ধির উদ্দেশ্যে জামায়াত নেতা গোলাম আজম, মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীসহ বিভিন্ন লেখকের জিহাদী বই পড়িয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে একত্রিত হয়েছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন