গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকায় ট্রাকচাপায় শাহিনা আক্তার তুলি (২২) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় সহকর্মী নিহত হওয়ার বিষয়টি জানতে পেরে প্রতিবাদে অন্য শ্রমিকেরা প্রায় ২০ মিনিট ওই মহাসড়ক অবরোধ করে রাখে।
শুক্রবার সকালে ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিনা আক্তার তুলি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ সোনাখালি গ্রামের শাহ মো. আবু সালেহ রনির স্ত্রী। শাহিনা নগপাড়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় গার্মেন্টসে চাকরি করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই জানান, সকালে শাহিনা আক্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে কারখানায় যাচ্ছিলেন। কারখানার কাছাকাছি পৌছালে সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ গামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সহকর্মীরা ওই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে ২০ মিনিটি পর যানবাহন চলাচল শুরু হয়।