গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের কেয়া ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সোলায়মান হোসেনের (৩৫) ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
গাজীপুরের হাড়িনাল এলাকায় বৃহস্পতিবার (২৬অক্টো) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। পরে শুক্রবার সকালে তাকে উত্তরার শিন শিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
আহত সোলায়মান গাজীপুর মহানগরের হাড়িনাল এলাকার আকাম উদ্দিনের ছেলে এবং গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের পাশেই কেয়া ডায়াগনেস্টিক সেন্টারের পরিচালক।
আহত সোলায়মানের স্ত্রী রাজিয়া সুলতানা জানান, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর মসজিদ থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন সোলায়মান। এ সময় স্থানীয় রিয়াজ উদ্দিনের ছেলে মোসাদ্দেক হোসেনসহ ৪-৫ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে উত্তরার শিন শিন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
জয়দেপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।