গাজীপুরে মাদক বিরোধী অভিযানে শত লিটার মদ উদ্ধার

0
1910
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে মাদক বিরোধী টাস্কর্ফোস অভিযান চালিয়ে কুমারখাদা এলাকা পকপল একশত লিটার মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার ও ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কুমারখাদা এলাকায় অভিযান পরিচালিত হয়।

গাজীপুরের অতরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম জানান, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আজিজ ভূইয়ার নেতৃত্বে মাদক বিরোধী টাস্কর্ফোস সকালে কুমারখাদা এলাকার ভাওয়ালের বনে অভিযান চালায়। এ সময় অভিযানে ওই এলাকার একটি বন থেকে একশত লিটার চোলাই মদ ও ১০ হাজার লিটার ওয়াশ (মদ তৈরির উপকরণ) উদ্ধার এবং তা ধ্বংস করা হয়।

তিনি আরো জানান, এ সময় গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক মো. আজিজুল হক ও পরির্দশক মো. আবু রেজা মেহেদী হাসান সহযোগিতা করেন।

শেয়ার করুন