গাজীপুর প্রতিনিধি : ডিবি পুলিশের হয়রানি, নির্যাতন ও অবৈধভাবে গ্রেপ্তারের প্রতিবাদে টঙ্গীর এরশাদ নগর এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে টঙ্গীর ৪৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেনের নেতৃত্বে এ মানববন্ধন হয়।
এতে এরশাদ নগর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জেলা ডিবি পুলিশের অহেতুক হয়রানিতে এরশাদ নগর এলাকার নির্দোষ বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছে। গত রবিবার গভীর রাতে এলাকার কলেজছাত্র হাবিবুর রহমান অপুকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। অথচ এই তরুণ বিগত দিনে মাদকবিরোধী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করে আসছিল। তার বিরুদ্ধে মাদকের সাথে সংশ্লিষ্টতার কোন অভিযোগ নেই।