ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে শিক্ষা জীবনে অনন্য মেধার স্বাক্ষর রাখায় ৯৪ জন শিক্ষার্থীকে ডিনস মেরিট ও ডিনস অনার অ্যাওয়ার্ড প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধাপক ড. কামাল উদ্দীন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধাপক ড. শাকের আহমেদ। এ ছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদের ৯ বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ডিনস অ্যাওয়ার্ড আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড। এই সম্মাননা শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটি মাইলফলক। এটি আগামী দিনে সঞ্জীবনী শক্তি হিসেবে কাজ করবে। তোমাদের প্রতি উপদেশ থাকবে, যেন সামাজিক মূল্যবোধ হারিয়ে না ফেলো। এই সফলতা সেদিনই সার্থক হবে যেদিন সামাজিক মূল্যবোধ পূর্ণরূপে প্রকাশ পাবে।
অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, অ্যাওয়ার্ড প্রাপ্তদের অনুপাতের মাধ্যমেই প্রমাণিত হয় দেশে নারী শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। ঢাবির শিক্ষার্থীরাই পারে দেশকে পরিবর্তন করতে।
অধ্যাপক ড. শাকের আহমেদ বলেন, নানা প্রতিকূলতা প্রতিরোধ করেও আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ আর তলাবিহীন ঝুড়ি নয়। তোমরা প্রতিভা, মেধা ও প্রচেষ্টা দিয়ে দেশকে আরো সামনে এগিয়ে নিবে।
উল্লেখ্য, শিক্ষাগত জীবনে অসাধারণ ফল অর্জনের জন্য এবার ব্যবসায় অনুষদের ৯টি বিভাগের বিবিএ ও এমবিএ প্রোগ্রামের মোট ৯৪ জন শিক্ষার্থী ডিনস মেরিট ও ডিনস অনার অ্যাওয়ার্ড পেয়েছে।