শ্রীপুরে আরএকে সিরামিক কারখানায় এক শ্রমিকের মৃত্যু

0
1532
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে আরএকে সিরামিক কারখানায় টিনশেড ভবনের প্রায় ৫০ ফুট উপর থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হন অপর এক শ্রমিক।

বুধবার ভোর ৩টায় উপজেলার নয়নপুর এলাকায় কারখানার ভিতরে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল আলম (৩২) উপজেলার নগর হাওলা গ্রামের আবুল কাশেমের ছেলে এবং আহত হাবিবুর রহমান (৩০) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আকরাম হোসেনের ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, কারখানার টিনশেড ভবনের প্রায় ৫০ ফুট উপরে ১নং ডায়ারে কাজ করছিল শ্রমিকরা। এসময় সুপারভাইজার জাকারিয়া ২নং ডায়ারে পাউডার পড়ে গেছে বলে তাদের যেতে বলে।

পরে তারা ২নং ডায়ারে প্লাস্টিকের পাতলা শেডে পাউডারে পা পিছলে নিচে পড়ে যায়। এসময় নাজমুল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারায়। তার সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে মাওনা আল হেরা হাসপাতালে নেওয়ার পথে নাজমুলের মৃত্যু হয়। আহত হাবিবুর রহমান মাওনা আল-হেরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন