মোশারফ হোসাইন তযু-নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (২৮অক্টো) বিকেলে মাওনা হাইওয়ে থানার উদ্যোগে মাওনা ফ্লাইওভারের নিচে এ র্যালি ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং ইকবাল আহমেদ নিশাদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, সাংসদ পুত্র এড.জামিল হাসান দুর্জয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার কলি, উপজেলা চেয়ারম্যান আঃ জলিল।
এসময় গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার মোঃশফিকুল ইসলাম মহাসড়কে যানজট, দুর্ঘটনা, রাস্তার উপর অবৈধ দোকানপাট উচ্ছেদ ও মাদক নির্মূলে কমিউনিটি পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।