শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত

0
1594
Print Friendly, PDF & Email

মোশারফ হোসাইন তযু – নিজস্ব প্রতিবেদক, গাজীপুরের শ্রীপুরে পিকআপ ভ্যানের চাপায় হুসনে আরা (২২) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছে।

বুধবার (৪অক্টোবর) সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপজেলার নয়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুসনে আরা ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিড়খারুয়া গ্রামের সাহাব উদ্দিনের কন্যা। সে মাওনা উত্তর পাড়া গ্রামের সিরাজ উদ্দিনের বাসায় ভাড়া থেকে জাবের স্পিনিং মিল নামক কারখানায় চাকুরি করতেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন গাজীপুর প্রতিদিনকে জানান, জাবের স্পিনিং কারখানার শ্রমিক হুসনে আরা রাতের শিফটে কাজ করেন। সকাল ৬টায় তার ছুটি হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তাৎক্ষণিক নিহতের স্বজনেরা খবর পেয়ে লাশ নিয়ে যায়।

শেয়ার করুন