সাভারে ডাকাত দলের ৫ সদস্য আটক

0
1674
Print Friendly, PDF & Email

ডেস্ক নিউজ : ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত গাড়িতে ডাকাতিকালে আন্ত:জেলা ডাকাত দলেরও পাঁচ সদস্যকে মঙ্গলবার ভোরে হেমায়েতপুর থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র উদ্ধার ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটকেরা হলেন- ডাকাত দলের সদস্য মনিরুজ্জামান নাইম ওরফে মনির (৩৪), মো. জামাল হোসেন (২৮), মো. নুর আলম (৩২), মো. হারুন (৪৩) ও মো. জয়নাল আবেদিন (২৮)।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ওসি এফএম সায়েদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি, চাকু, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এই সংঘবদ্ধ চক্রটি মহাসড়কে পণ্যবাহী ট্রাক বা যানবাহন ডাকাতি করে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন