আজ চার দিনের সফরে চীনে যাচ্ছে আ.লীগের প্রতিনিধিদল

0
2003
Print Friendly, PDF & Email

ডেস্ক নিউজ : চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চার দিনের সফরে আজ বৃহস্পতিবার চীনে যাচ্ছে আওয়ামী লীগের তিন সদস্যের প্রতিনিধিদল।

গতকাল বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আওয়ামী লীগের প্রতিনিধিদলের সদস্যরা হলেন- দলটির উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ জমির, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নুরুল মজিদ হুমায়ুন।

সফরকালে আওয়ামী লীগ নেতারা চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। পরে আগামী ৪ ডিসেম্বর দেশে ফিরবেন আওয়ামী লীগের এ নেতারা।

শেয়ার করুন