কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে আগামী ১০ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় চান্দরা আইডিয়াল স্কুলের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আলহাজ্ব মোঃ মোরাদ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলার সাধারন সম্পাদক মোঃ ডিএম এরশাদুল আলম, এ্যাড. ফজলুল হক, এ্যাড. বেলায়েত হোসেন, পৌর সভাপতি মোঃ ওসমান আলী, সাধারন সম্পাদক মোঃ বায়েজীদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মোঃ মনির হোসেন মাষ্টার, মো.সোহেল সরকার প্রমুখ।
এসময় সভায় উপজেলা ও পৌর মানবাধিকার কমিশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।