কালিয়াকৈরে এনআরবি ব্যাংকের ৩২তম শাখার উদ্বোধন

0
1440
Print Friendly, PDF & Email

কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় এনআরবি ব্যাংকের ৩২তম শাখার উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার সফিপুর এলাকার কে.জেড টাওয়ারে এ ব্যাংকের ৩২তম শাখার শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কে.জেড টাওয়ারের মালিক মো. খালেকুজ্জামান পিন্টু, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মোবারক হোসেন, সফিপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান, সফিপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আমিরুল ইসলাম লিংকন, এনআরবি ব্যাংকের সফিপুর শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক শামসুল আলম তারিক প্রমুখ।

শেয়ার করুন