গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ফাসিতে ঝুলে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার নয়ানগর দক্ষিন পাড়া এলাকায় গতকাল রোববার সকালে এঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তি হলো, উপজেলার সূত্রাপুর ইউনিয়নের নয়ানগর দক্ষিনপাড়া এলাকার ফকর উদ্দিনের ছেলে সোহেল হোসেন (২৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, গত রোববার সকালে ওই এলাকার সালাম নামে এক লোক নিহতের বাড়িতে আসে পাওনা টাকা নেওয়ার জন্য। সে তার ঘরের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করে। পরে নিহতের বড় ভাইয়ের স্ত্রীকে ডেকে আনলে তিনি ঘরের ভেরার টিনের ছিদ্র দিয়ে তাকিয়ে দেখে খাটের উপর সোহেল সোজা হয়ে দাড়িয়ে আছে। এসময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে পরে ঘরের ভেরার টিন কেটে দেখে পরনের মাপলার দিয়ে ঘরের ধরনার সাথে ঝুলে আছে সোহেল। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাকিম মিয়া জানায়, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে এসে নিহত ব্যক্তির ঘরের ধরনার সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করি। পরে নিহতের স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এঘটনায় কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।