কালিয়াকৈরে বনের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ : কোটি টাকা মূল্যের জমি উদ্ধার

0
1613
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ ও মাটিকাটা এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে বন বিভাগের প্রায় ১২০শতক জমি অবৈধ দখল মুক্ত করেছে চন্দ্রা বনবিট কর্মকর্তরা। এসময় সিনাবহ এলাকার সালেক কারখানার ভেতর থেকে ১০০শতক এবং মাটিকাটা পাশাগেইট এলাকা থেকে ২০শতক জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১কোটি টাকা।

সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় চন্দ্রা বিট কর্মকর্তা মোরাদ হোসেনের নেতৃত্বে ৮/১০জন বন কর্মকর্তা এ অভিযানে অংশ নেয়।

কালিয়াকৈর চন্দ্রা রেঞ্জের বিট কর্মকর্তা মো. মোরাদ হোসেন জানান, চন্দ্রা রেঞ্জের সিনাবহ মৌজা সালেক কারখানায় এবং মাটিকাটা মৌজার পাশাগেট এলাকায় বনের জমিতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করি। পরে সালেক কারখানার ভেতর থেকে ১০০শতক এবং পাশাগেইট এলাকা থেকে ২০শতক বনের জমিতে অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করা হয়।

চন্দ্রা রেঞ্জের বিট কর্মকর্তা মো. মোরাদ হোসেন আরো জানান, পরবর্তীতে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন