কালিয়াকৈরে ২টি বিদেশী পিস্তল সহ যুবক গ্রেপ্তার

0
1537
Print Friendly, PDF & Email

কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ শওকত হোসেন (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকা থেকে গাজীপুর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শওকত হোসেন উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ফজল হকের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ডিস ব্যবসায়ী শওকত হোসেনের ডিস অফিসে গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। এসময় তার অফিস থেকে ১ টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করে। পরে তার বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের ওই টিম। এসময় বাসার শয়ন কক্ষ থেকে আরো ১টি বিদেশী পিস্তল উদ্ধার করে। পরে তাকে গাজীপুর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন