কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে ৩শ’ পিস ইয়াবাসহ সোহেল রানা (৩৮) এবং সবুজ মিয়া (২৫) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে সফিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- গাজীপুর মাহানগরীর ভবানীপুর এলাকার মৃত রহিম খানের ছেলে সোহেল রানা এবং শরিয়তপুর জেলার নড়িয়া থানার উকিদাপুর এলাকার মৃত. আব্দুর রশিদ মিয়ার ছেলে সবুজ মিয়া।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. সাইফুল আলম জানান, মঙ্গলবার রাতে সফিপুর এলাকা থেকে ৩শ’ পিস ইয়াবাসহ সোহেল ও সবুজকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।