মোশারফ হোসাইন তযু- নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগর ছাত্র দলের উদ্যোগে শহরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মার্কেন্টাইল ব্যাংকের সামনে গাজীপুর মহানগর সভাপতি প্রার্থী শরিফ আজাদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রনেতা সোলাইমান হোসেন, আজহারুল ইসলাম সজিব, নুরুজ্জামান, কৌশিকখান, ইশতিয়াক আহমেদ, মনিরখান, রনি চৌধুরী, ছানাউল, রোহান, রাসেল খান, সুজন, বাপ্পী, নাসিম, জালাল, রিপন, শামীম প্রমুখ।
এসময় বক্তরা সরকারকে প্রতিহিংসা মূলক রাজনীতি থেকে বেরিয়ে এসে ভোটের রাজনীতিতে শরিক হওয়ার পরামর্শ দেন। এবং সেই সঙ্গে খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।