গাজীপুরের কাপাসিয়ায় শিশু ধর্ষণ মামলায় কলেজ শিক্ষকসহ গ্রেপ্তার-২

0
1608
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলার কাপাসিয়ায় সাড়ে ৩ বছরের শিশু ধর্ষণ মামলায় কাপাসিয়া ডিগ্রি কলেজের ক্রিড়া শিক্ষক আনোয়ার সাদেক ওরফে জামানকে (৫০) এবং দুলাল হোসেন (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই শিক্ষক আনোয়ার উপজেলার পেওরাইট গ্রামের আবদুস সাহিদের এবং দুলাল একই গ্রামের মোতালিবের পুত্র। সোমবার দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে কাপাসিয়া থানা পুলিশ।

এলাকাবাসী জানান, গত ১৭ই অক্টোবর উপজেলার পেওরাইট গ্রামের ইউনুস আলীর পুত্র শরীফ (২০) পাশের বাড়ির হারুন অর রশিদের সাড়ে ৩ বছরের শিশুকে দুপুরে খেলার কথা বলে পার্শ্ববর্তী লোকমান হেকিমের নির্মানাধীন একটি বাড়ির খালি ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুর মাসহ এলাকাবাসী চিৎকার শুনে এগিয়ে আসলে শরীফ পালিয়ে যায়। পরে তখন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্র আরো জানায়, ঘটনার পর ওই শিক্ষকসহ আরো কয়েক মিলে ঘটনাটি চাপা দিয়ে এলাকায় আপোষ মিমাংশার চেষ্টা করে এবং শিশুর বাবাকে থানায় যেতে বাধা দেয়। পরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে গত ৪ঠা নভেম্বর কাপাসিয়া থানায় এসে শিশুটির বাবা ওই দিনই মামলা করেন।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। শিশুটি এখনো চিকিৎসাধীন। গ্রেপ্তারকৃতরাসহ আরো কয়েক জন এই ঘটনাটি চাপা দিয়ে শিশুর পিতা চাপ দিয়ে আপোষ মিমাংশা করার চেষ্টা করে আইন অমান্য করেছে। আমি ঘটনা জানার সঙ্গে সঙ্গে মামলা নিয়ে আসামীদের গ্রেপ্তারে অভিযান চালাই।

শেয়ার করুন