গাজীপুরের কালীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

0
1912
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ সাংবাদিকদের এ তথ্য জানান। আটকৃকদের দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে- উপজেলার দক্ষিণবাগ (মাঝিপাড়া) গ্রামের রওশন আলীর ছেলে জাকির হোসেন (৩৫), মৃত ওমর আলীর ছেলে আলামিন হোসেন (২৫), আফসু মাঝির ছেলে মামুন মাঝি (২৫), আব্দুস সালাম মাঝির ছেলে আব্দুস সাত্তার মাঝি (২৮)।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ জানান, গত ২৬ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে ১৪/১৫ জনের অজ্ঞাত মুখোশ পড়া সশস্ত্র একটি ডাকাত দল উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের সৌদি প্রবাসী নুরুল ইসলামের বাড়িতে প্রবেশ করে। সেখানে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও বেশ কিছু মুল্যবান জিনিপত্রসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় নুরুল ইসলামে স্ত্রী সাজেদা বেগম অজ্ঞাত এক ডাকাতের মুখোশ টেনে খুলে ফেলে। এ সময় সে ডাকাত দৌড়ে পালিয়ে গেলেও সাজেদা বেগম তাকে চিনে ফেলে। পরে তিনি অজ্ঞাত ১৪/১৫ জনকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে থানায় একটি ডাকাতির মামলা (নং ৩) দায়ের হয়। পরে সেই মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে দক্ষিণবাগ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে তারা ওই ডাকাতির সাথে এবং অন্য ডাকাতির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাছাড়া মামলার অন্য আসামীদের ব্যাপারেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যা মামলার অগ্রগতিতে সহায়ক হবে। মামলার অন্য আসামীদের আটকের অভিযান অব্যাহত আছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

 

শেয়ার করুন