মোশারফ হোসাইন তযু-নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে গোসিঙ্গা থেকে বরমী যাওয়ার একমাত্র উড়িয়াদী ব্রীজটি ধসে পড়েছে। বালুবাহী বেপরোয়া গতির অসংখ্য ড্রাম ট্রাক ও লরীর চলাচলের কারণে গতকাল শনিবার (৪ নভেম্বর) সকালে ২৫ বছরের পুরনো এই ব্রীজটি ধসে পড়ে। ফলে ওই সড়কে চলাচলকারী সিংহশ্রী, বরমী, পেলাইদ, বরমা, কাপাসিয়াসহ বিভিন্ন এলাকার হাজারো মানুষজনের চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পরেছে ওই রোড দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষ।
শ্রীপুর শহর থেকে বরমী যাওয়ার সড়কটি চলাচলের অনুপোযুগী হয়ে পড়ায় বিকল্প হিসেবে মানুষজন গোসিঙ্গা, বরমী সড়কে যাতায়াত করতো।
স্থানীয়রা জানান, অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারনে ব্রীজটি ধ্বসে গেছে। তবে খুব শিগ্রই ধসে পড়া ওই ব্রীজকে চলাচলের উপযোগী করার কাজ শুরু হবে বলে জানান উপজেলা প্রকৌশলী সুজায়েত হোসেন।
তিনি আরো বলেন, ইতিমধ্যে জেলার প্রধান প্রকৌশলীর কাছে বিষটি লিখিত আকারে জানানো হয়েছে। ব্রীজ মেরামত করার জন্য আগেই নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত করতে আমরা প্রস্তাব পাঠিয়েছি। আগামী সপ্তাহেই এখানে বেইলী ব্রীজের কাজ ধরা হবে।