গাজীপুরে কঙ্কালসহ দুই যুবক আটক

0
1419
Print Friendly, PDF & Email

কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর স্টেশনরোড এলাকায় বাসে তল্লাশী করে দুটি মানব কঙ্কালসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়।

বুধবার গভীর রাতে একটি যাত্রীবাহি বাসে তল্লাশী করে তাকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শেরপুরের নকলা থানার ঢালকি গ্রামের মো. এরশাদ আলী (২৬)। তিনি টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ি এলাকায় থেকে কঙ্কাল সাপ্লাইয়ের ব্যবসা করেন। অপরজন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডাইনকিনির আব্দুল মোতালেব মিয়া ডাকাত দলের সদস্য।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াৎ হোসেন জানান, এরশাদ গাজীপুরের সফিপুর রেলক্রসিং এলাকার কবরস্থান থেকে দুটি কঙ্কাল চুরি করে পলিথিন ব্যাগে করে নিয়ে বুধবার রাতে ফিরছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় এসে তিনি বাসে চড়েন। ওই বাসে ডাকাত দলের কয়েকজন সদস্যও ছিল। বাসে ওঠার পর ডাকাতেরা তার মোবাইল, টাকা লুট করে হাত-পা বেঁধে তাকে বাসে ফেলে রাখে।

এদিকে রাত আড়াইটার দিকে বাসটি টঙ্গী স্টেশনরোড এলাকায় এসে যানজটে পড়ে। বাসে কয়েকজন যাত্রী, তা ছাড়া বাসটি কোন রুটে চলাচল করত তা লেখা নেই দেখে টহল পুলিশের সন্দেহ হয়। পুলিশ বাসটির দিকে এগুতে থাকলে ডাকাত দলের সদস্যরা বাস থেকে নেমে দৌড়ে পালাতে থাকে। এ সময় তাদের ধাওয়া করে পুলিশ মোতালেব নামের এক যুবককে আটক করে। বাকিরা কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়ি তল্লাশী করে এরশাদ নামে এক যুবককে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। এ সময় এরশাদের ব্যাগ তল্লাশী করে দুটি মানব কঙ্কাল উদ্ধার ও তাকে আটক আটক করা হয়।

 

শেয়ার করুন