কালিয়াকৈর জাতীয় সমবায় দিবস উদযাপন

0
1581
Print Friendly, PDF & Email

কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে ৪৬তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত আরা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা তাহমিনা খাতুন, কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মো. নাসির উদ্দিন, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মোশারফ হোসেন জয়সহ উপজেলর বিভিন্ন এলাকার সমবায় নেতারা বক্তব্য রাখেন।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, যৌথভাবে যেকোনো কাজ করলে সহজেই ভালো ফলাফল সম্ভব। তাই সকলকে উৎপাদনমুখী সমবায়ের মাধ্যমের কাজ করা উচিত।

শেয়ার করুন