গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় ট্রেনের ধাক্কায় জোনায়েত হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে জেলার জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোনায়েত ময়মনসিংহের গৌরীপুর এলাকার বাসিন্দা এবং তিনি জেলারা জয়দেবপুর এলাকায় ভাড়া বাসা থেকে ডেকোরেটর শ্রমিক হিসেবে কাজ করতেন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রকিবুল হক জানান, সকালে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন জোনায়েত। এসময় অজ্ঞাতনামা একটি ট্রেনে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মারা যায়।