গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলা মিলনায়তন কক্ষে বাল্যবিয়ে বন্ধ ও এইডস রোগ সচেতনতা নিয়ে বুধবার সকালে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের মাস্টার বাড়ি এলাকার পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) আয়োজনে ওই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
পিএসটিসি’র নির্বাহী পরিচালক ডা. নুর মোহম্মদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদ হাসান, গাজীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাকির হোসেন, গাজীপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক লাজু শামসাদ হক, গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শংকর স্মরণ সাহা, ডা. সুস্মিতা আহমেদ প্রমূখ।
হ্যালো আইএম’র টিম লীডার ডা. সুস্মিতা আহমেদ জানান, ’সংযোগ’ এবং ’হ্যালো আই এম’ প্রকল্পের আওতায় গাজীপুরসহ কয়েকটি জেলায় এইচআইভি/ এইডস এবং বাল্যবিয়ে বন্ধে সচেতনতা সৃষ্টিতে তারা কাজ করছেন।
সুস্মিতা আরো বলেন, বাংলাদেশে প্রতি দুইজনে একজন কিশোরী বাল্য বিয়ের শিকার হচ্ছেন। দক্ষিণ এশিয়ায় বাল্যবিয়ের দিক থেকে বাংলাদেশ হলো প্রথম (৫২শতাংশ) , ভারত হলো দ্বিতীয় (৪৭ শতাংশ) আর নেপাল হলো তৃতীয় (৩৭শতাংশ)। এ চিত্র হলো ভয়াবহ। আমরা এ ধরণের বিয়ে বন্ধে কাজ করছি।