গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর রাজাবাড়ি এলাকায় বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় ঢাকা-কাপাসিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নিজাম উদ্দিন (৪৮)। তিনি গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে দুই জনের অবস্থা আশংকাজনক জানা গেছে।
শ্রীপুর থানার এসআই মোহসীন হোসাইন জানান, শনিবার সন্ধ্যার দিকে রাজাবাড়ি বাজার সংলগ্ন সেতুর পশ্চিম পাশে ভাওয়াল পরিবহনের একটি বাসের সাথে ব্যাটারী চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী নিজাম উদ্দিন নিহত এবং আরো চারজন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলেও জানান এসআই।