গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।
বুধবার সকাল ১০টায় জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কুরআন মাজীদ ও তাজবিদ বিষয়ে পরীক্ষা শুরু হয়ে দুপুর একটায় শান্তিপূর্ণভাবে শেষ হয়।
জেএসসি, জেডিসি ও ভোকেশনাল পরীক্ষায় এবার গাজীপুরে ৬৪টি কেন্দ্রে ৫৮ হাজার ৪১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টা আগেই সব পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করে।এছাড়া শান্তিপুর্ন ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।