মোশারফ হোসাইন তযু-নিজস্ব প্রতিবেদক : ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলা ছাত্রদল।
শনিবার বিকেলে শ্রীপুর উপজেলা গড়গড়িয়া মাষ্টার বাড়ি ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী আজহারুল ইসলাম নাঈম এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা রিফাত মোড়ল, মাসুম আহমেদ, বাপ্পী সরকার, রাকিবুল ইসলাম রাকিব, নাঈম হাসান পাপ্পু, নাঈম ইসলাম, বাবু, রিমন প্রমুখ।
সমাবেশে বক্তারা আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদ, নিন্দা ও নি:শর্তে মুক্তির দাবী জানান।