গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের টঙ্গী বাজার এলাকায় ইয়াসিন মিয়া (২৭) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে তার চাচাতো ভাই। এসময় বাধা দিলে ইয়াসিনের স্ত্রীকেও কুপিয়ে জখম করা হয়। পুলিশ ঘটনায় জড়িত চাচাতো ভাই আবু বকর সিদ্দিককে আটক করেছে।
শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত ইয়াসিন মুন্সিগঞ্জ সদর এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ে এবং স্ত্রীকে নিয়ে টঙ্গী বাজার এলাকায় শফিকুলের বাড়িতে বাড়া থাকতেন।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) শাহিন শেখ জানান, জমি জমা নিয়ে ইয়সিন ও তার চাচাতো ভাইদের মধ্যে দীর্ঘ দিন ধরে ঝামেলা চলছিল। ইয়সিনের বিরুদ্ধে এর আগে টঙ্গী থানায় একটি মামলা দায়ের করা হয়েছিলো। যা পরবর্তীতে মিথ্যা প্রমানিত হয়েছে। শনিবার বিকালে ইয়াসিনের চাচাতো ভাই আবু বকর সিদ্দিক তাদের বাড়িতে বেড়াতে আসেন। তার সঙ্গে একটি ব্যাগও ছিলো। পরে ওই দিন দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে আবু বকর সিদ্দিক দাড়লো অস্ত্র দিয়ে ঘুমন্ত অবস্থায় ইয়সিনকে গলা কেটে হত্যা করেছে। এসময়ে তার স্ত্রী টের পেয়ে এগিয়ে আসলে তাকে কুপিয়ে জখম করা হয়।
এসময় তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে ঘাতক আবু বকর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক আবু বকরকে আটক করে এবং নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া তার স্ত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, নিহতের চাচাতো ভাই আবু বকরকে দাড়ালো অস্ত্রসহ আটক করা হয়েছে।