মোশারফ হোসাইন তযু-নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি পাওয়া উপলক্ষে শ্রীপুরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২৫নভেম্বর) সকালে শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রাটি বের হয়। গাজীপুর-৩ আসনের এমপি এ্যাড. রহমত আলীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ।
র্যালী পরবর্তী আলোচনা সভায় এস এম ফাতেমার সঞ্চলনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এ্যাড. রহমত আলী।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, উপজেলা বাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।