বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সারা বিশ্বে আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তার নারী রোবট ‘সোফিয়া’ বাংলাদেশে আসছে আগামী মঙ্গলবার (৫ ডিসেম্বর)। মঙ্গলবার রাত ১২টায় বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে সোফিয়ার। বাংলাদেশে আগমন উপলক্ষে, বাংলাদেশিদের জন্য গতকাল বুধবার ৩১ সেকেন্ডের একটি ভিডিও বার্তাও পাঠিয়েছে সোফিয়া।
ভিডিও বার্তায় বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে সোফিয়া বলে, বাংলাদেশে আসার জন্য ব্যাকুল হয়ে আছে সে। তাকে বাংলাদেশে আমন্ত্রণের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে ধন্যবাদ জানায় সোফিয়া।
ভিডিও বার্তায় সর্বশেষ শব্দটি ছিল ‘ধন্যবাদ’ এবং সেটি বাংলায় বলেছে সোফিয়া।
আগামী ৬ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাওয়া দেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি উৎসব ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী দিনেই সোফিয়া উপস্থিত থাকবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সঙ্গে থাকবেন তার নির্মাতা ড. ডেভিড হ্যানসন।
৬ ডিসেম্বর ডিজিটাল ওয়ার্ল্ডে সোফিয়াকে নিয়ে দু’টি সেশন করা হবে। প্রথম সেশনে দেশের পলিসি মেকার এবং সাংবাদিকদের সঙ্গে তার বৈঠক হবে। দ্বিতীয় সেশনে থাকবে তরুণ গেম ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, অ্যাপ ডেভেলপার ও উদ্ভাবকদের সঙ্গে আলোচনা। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ড. ডেভিড হ্যানসন মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
উল্লেখ্য, রিয়াদে গত অক্টোবর মাসে এক অনুষ্ঠানে রোবটটি প্রদর্শন করা হয়েছিল। প্রদর্শনীতে উপস্থিত শত শত প্রতিনিধি রোবটটি দেখে এতোটাই মুগ্ধ হন যে সেদিনই এটিকে সৌদি নাগরিকত্ব দেয়া হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সোফিয়ার ছবি শেয়ার হতে থাকে।
সোফিয়া নানা বিষয়ে অসংখ্য প্রশ্নের উত্তর দিতে পারে। ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে বিশাল তথ্যভাণ্ডারে যুক্ত থাকে সে। এছাড়া মানুষের সঙ্গী ও সহযোগী হিসেবেও কাজ করতে পারে সোফিয়া।