শিশুরা শিক্ষিত হলে দেশের দারিদ্রতা হ্রাস পাবে- চুমকি

0
1765
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করে বাংলাদেশের প্রত্যেকটি শিশুরা শিক্ষিত হলে দেশ থেকে দারিদ্রতা এমনিতেই হ্রাস পাবে। আর দারিদ্রতা হ্রাস পেলে দেশ উন্নত হবে। তিনি শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণসোম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূণঃনির্মান ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। তাই দেশে এত এত সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে।

তিনি আরো বলেন, আজকের ছোট ছোট সোনামনিরা একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলার হাল ধরবে। আর এভাবেই বাংলার সকল শ্রেণি পেশার মানুষের মাঝেই বঙ্গবন্ধু আজীবন বেঁচে থাকবেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এম.এ জলিল স্বপনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুন নাহার আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধের সংগঠক কে.বি.এম মফিজুর রহমান খান, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নিবার্হী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান, শিক্ষা অফিসার মো. সোহাগ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, সদস্য মো. মাজেদুল ইসলাম সেলিম, সেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিকুল ইসলাম সিজু, যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুণ-অর-রশিদ টিপুসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন