শ্রীপুরে তারেক রহমানের জন্মদিন পালিত

0
1641
Print Friendly, PDF & Email

মোশারফ হোসাইন তযু-নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুর পৌর ছাত্রদলের উদ্যোগে বিএনপির সিনিয়ন ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালন করা হয়।

সোমবার সন্ধ্যায় শ্রীপুরের প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তায় হাজী আমির কমপ্লেক্সে জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহজাহান সজলের সভাপতিত্বে ছাত্রদল নেতা আব্দুর রহিমের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, শ্রীফুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস আলম, ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন সম্পাদক কায়সার মৃধা খোকন, গাজীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, মাওনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন মোল্লা, তেলিহাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ইকবাল জিয়া, সিনিয়ন সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা নাসির মন্ডল, নওশাদ মোস্তাক, আনোয়ার সরকার, জসিম সিকদার, মামুন আকন্দ, আরিফুল ইসলাম, রিফাত মোড়ল, মাজহারুল ইসলাম, আল আমিন, সুমন প্রমুখ।

শেষে তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন