শ্রীপুরে বিএনপির সভাপতিসহ চার নেতাকর্মীর মুক্তির দাবীতে আলোচনা সভা

0
1451
Print Friendly, PDF & Email

মোশারফ হোসাইন তযু-নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুর উপজেলার বিএনপির সভাপতিসহ চার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেখিয়ে গ্রেফতার ও তাদের নি:শর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস.এম রুহুল আমিনের উদ্যোগে কারারুদ্ধ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের নিজ বাড়িতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, শ্রীপুর পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর হারিছ উদ্দিন মাঝি, পৌর শ্রমিক দলের সভাপতি আমান উল্লাহ আমান, গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল সরকাররের নামে মিথ্যা মামলায় শনিবার দিবাগত রাতে বিশেষ অভিযানের নামে পুলিশ তাদের গ্রেফতার করে। নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গ্রেফতারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও অবিলম্বে তাদের নি:শর্তে মুক্তির দাবী জানায়।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম ফকির, বরমী ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান আলী মাষ্টার, ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক, বরমী ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ উদ্দিন প্রধান, বরমী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ সরকার, প্রিন্স ফকির প্রমুখ।
এসময় কারারুদ্ধ নেতাকর্মীর পরিবার ও সদস্যদের খোঁজ খবর নেন এস.এম রুহুল আমিন।

উল্লেখ, ২০১৫ সালের (মামলা নং-১৭(২/১৫) গাড়ি ভাঙচুর ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানান ।

শেয়ার করুন