শ্রীপুরে মাওনা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক র‌্যালি

0
1698
Print Friendly, PDF & Email

মোশারফ হোসাইন তযু-নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা সেবা বৃদ্ধিমূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন (এমএলএএ) সহযোগী সংস্থার উদ্যোগে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষার্থী, কৃষকসহ আশপাশের শতাধিক নারী, পুরুষ, বৃদ্ধা, বণিতা এ র‌্যালিতে অংশগ্রহণ করে। “অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে যাই” এসব শ্লোগানে সিংগারদিঘী উচ্চ বিদ্যালয় থেকে র‌্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও মাসুদ ফিড মিল লি: এর এম.ডি ফজলুল হক ফরাজী, সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরুজ্জামান, সিংগারদিঘী সরকারী প্রা: বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম আজাদ। সিনিয়র শিক্ষক কফিল উদ্দিন, সিনিয়র শিক্ষক তোফায়েল হোসেন, আজিজুল হক, নজরুল ইসলাম মোল্লা, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মো. জাকিরুল ইসলাম, মাওনা ইউনিয়ন গ্রাম আদালত সমন্বয়কারী রতন মাহমুদ প্রমুখ। সভায় বক্তারা স্বল্প খরচে সঠিক বিচার পেতে গ্রাম আদালতের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

 

শেয়ার করুন