গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সাইফুল হক মোল্লাসহ ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে শ্রীপুর পৌরসভার মধ্যবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাদের গাজীপুরের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত অপরজন হলেন- গাজীপুর জেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আব্দুল আজিজ জানান, ওই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীপুর পৌর মধ্যবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা ২০১৫ সালের গাড়ি ভাংচুর মামলার সন্দিগ্ধ আসামি।