কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। জাতির শ্রষ্ঠ সন্তানদের স্বরণে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছে কালিয়াকৈরবাসী। শ্রদ্ধা আর ভালবাসায় স্বরণ করা হয়েছে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর সেনাদের।
শনিবার ভোরে সূর্য্য উদয়ের সাথে সাথে প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালনের পর প্রথমে কালিয়াকৈর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ডকাউন্সিল, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।
কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মো: রেজাউল করিম রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
পরে পুলিশ প্রশাসন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম, কালিয়াকৈর পৌর মেয়র মো: মজিবুর রহমানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী ছাড়াও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা :
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ালীগ, উপজেলা ও পৌর বিএনপি, আটাবহ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শনিবার পৃথক চার স্থানে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর গোলাম নবী মডেল পাইল উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপত্বি করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল।
সফিপুর এলাকায় উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি নাছিম কবীর। বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, কামাল উদ্দিন সিকদার ,দেওয়ান মোহাম্মদ ইব্রাহিম, এডভোকেট রফিকউদ্দিন, সিকদার মোশারফ হোসেন।
উপজেলা ও পৌর বিএনপি দলীয় কার্যালয়ে বক্তব্য দেন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খান, সাধারন সম্পাদক মজিবুর রহমান।
অপর দিকে উপজেলা আটাবহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে হিজলহাটি মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন- আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা অলু,কেএম ইব্রাহীম খালিদ, হেলাল উদ্দিন প্রমুখ।
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলামনবী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইসমত আরা, ওসি রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন আহসান, দেওয়ান মোঃ ইব্রাহিম, খন্দকার আব্দুস সালাম, আঃ রশিদ,আব্দুর রাজ্জাক, নাছির উদ্দিন প্রমুখ। পরে মুক্তিযোদ্ধাদের ১টি করে চাদর উপহার দেওয়া হয়। এ ছাড়া ২০জন মুক্তিযোদ্ধাকে ৫হাজার টাকা করে, ৪১জনকে ২হাজার টাকা করে, ২২জনকে ১৫শত টাকা করে ও তিনজনকে ১হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।