গাজীপুরের টঙ্গী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

0
1449
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর ভরান এলাকা থেকে জুলহাস শান্ত (১৫) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

নিহত জুলহাস শান্ত পাবনার ইশ্বরদী থানা এলাকার আসাদ উল্লাহর ছেলে। সে টঙ্গীর মধুমিতা এলাকায় তার মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকে ওয়েল্ডিংয়ের কাজ করতো।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, টঙ্গীর ভরান এলাকায় আশরাফ সেতু কমপ্লেক্সের পেছনে জুলহাস শান্তর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মরদেহটি অর্ধ-গলিত থাকায় তার শরীরের কোনো আঘাতের চিহ্ন আছে কি না তা বুঝা যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান এসআই আশরাফুল।

শেয়ার করুন