গাজীপুরে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার

0
1857
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় লাগেজ থেকে আনুমানিক ২২ বছর বয়সি অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পড়ণে হলুদ রংয়ের বাটিকের কামিজ এবং কালো সালোয়ার রয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, চৌরাস্তা এলাকার জয়দেবপুর ময়মনসিংহ মহাসড়কের কাপাসিয়া-কিশোরগঞ্জ বাস স্টপেজে রাস্তার পাশে রাতে একটি লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে রাত একটার দিকে ঘটনাস্থলে পৌছে লাগেজ খুলে বস্তায় ভরা অবস্থায় এক যুবতীর মরদেহ দেখতে পাই।

পরে মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাগেজে মেয়েদের ব্যবহৃত কিছু জামা-কাপড় পাওয়া গেছে।

দুর্বৃত্তরা অন্যত্র তাকে শ্বাসরোধে হত্যার পর লাগেজে ভরে মরদেহ এখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বলে জানান ওই কর্মকর্তা।

শেয়ার করুন