ডেস্ক নিউজ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসবিষয়ক পাঠ্যবই ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস’।
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদেরকে বাধ্যতামুলকভাবে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস’ পড়তে হবে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪০তম এবং ৭৪তম সিন্ডিকেট সভায় বিষয়টি অনুমোদিত হয়েছে।
জঙ্গিবাদের উত্থান রোধে শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসবিষয়ক পাঠ্যবই বাধ্যতামূলক করেছে। সে আলোকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিষয়ে পাঠদানের উদ্যোগ নিয়েছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে সব বিভাগের শিক্ষার্থীদের কারিকুলামে এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।