ডেস্ক নিউজ : ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রসমাবেশের দেওয়া অনুমতি বাতিল করা হলেও সেখানে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে সেখানে পৌছেন খালেদা জিয়া।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনের খোলা জায়গায় ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আরো উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।
এর আগে সকাল ১০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে মঞ্চ তৈরিসহ সার্বিক প্রস্তুতি নিতে গেলে অনুষ্ঠান বাতিলের বিষয়টি তাদের জানানো হয়। এরপরও অনুষ্ঠান হওয়ার আশায় সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থল ছাড়েনি। বেলা ১টার দিকে তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে বিক্ষোভ করেন।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
সকালে অনুষ্ঠানের অনুমতি বাতিলের পর দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘটনাকে ‘গণতান্ত্রিক অধিকার খর্ব’ করার শামিল বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নির্ধারিত ছাত্রসমাবেশের অনুষ্ঠানের জন্য হল উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান।