আগামী ২৬ জানুয়ারি থেকে দেশব্যাপী আ.লীগের সাংগঠনিক সফর

0
1998
Print Friendly, PDF & Email

ডেস্ক নিউজ : একাদশ জাতীয় নির্বাচনকে টার্গেট করে আগামী ২৬ জানুয়ারি থেকে দেশব্যাপী সাংগঠনিক সফর করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র হজের পর ধর্মপ্রাণ মুসলমানদের বড় জমায়েত বিশ্ব ইজতেমার বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দেশব্যাপী সাংগঠনিক সফরের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১২ জানুয়ারি থেকে আওয়ামী লীগের দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু হওয়ার কথা ছিল। তা পিছিয়ে ২৬ জানুয়ারি করা হয়েছে।

শেয়ার করুন