গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার বিন্দুবাড়ি এলাকায় আমির হোসেন মোল্লা (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ জানুয়ারি) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন মোল্লা ওই এলাকার মৃত ছাইউ মোল্লার ছেলে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, ওই রাতে ঘর থেকে বের হলে আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা আমিরকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে যানবাহন না পাওয়ায় রাতে তাকে হাসপাতালে নিতে পারেনি পরিবারের লোকজন। একপর্যায়ে রোববার সকালে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই সৈয়দ আজিজুল হক আরও জানান, ময়না তদন্তের জন্য মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে জমি নিয়ে বিরোধের জেরে আমিরকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।