গাজীপুরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

0
1518
Print Friendly, PDF & Email

কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : গাজীপুর মহানগরীর মেঘডুবি এলাকার ভোগড়া-মিরেরবাজার সড়কে ট্রাকের ধাক্কায় আয়েশা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেঘডুবি এলাকায় ভোগড়া-মিরেরবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা মহানগরীর মেঘডুবি খোরাইদ এলাকার জসিম উদ্দিনের মেয়ে এবং মেঘডুবি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ছিল।
পুলিশ ও এলাকাবাসি জানায়, সকালে স্থানীয় মেঘডুবি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী আয়েশা বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন। সাড়ে ৯টার দিকে স্কুল সংলগ্ন ঢাকা বাইপাস সড়ক পার হবার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর স্কুলে এবং তার গ্রামে পৌছলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এবং এলাকাবাসি সড়কে ট্রায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং ওই সড়ক অবরোধ করে রাখে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে প্রায় পৌণে এক ঘন্টা পর যানবাহন চলাচল শুরু হয়।

জয়দেবপুর থানাধীন পূবাইল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহীন মিয়া জানান, এ ঘটনায় ওই ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন